উপজেলা বিএনপি’র সভাপতি মজু, সম্পাদক মনোয়ার ও পৌর বিএনপি’র সভাপতি কামরুল ও সম্পাদক পলাশ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এই সম্মেলনে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপি নির্বাচন ফলাফল
কাউন্সিলরদের ভোটে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক মজু (ছাতা)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন (মোরগ)। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন জয়ী হয়েছেন—নজরুল ইসলাম পিন্টু (ফুটবল) ও আবুল বাসার সতু (মাছ)।
পৌর বিএনপি নির্বাচন ফলাফল
পৌর বিএনপি’র কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ কামরুল (ছাতা)। সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াশ উদ্দিন পলাশ (দোয়াত-কলম)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল চৌধুরী (মাছ) ও আওরঙ্গজেব বাবলু (ফুটবল)।
নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সম্মেলনে নেতাদের বক্তব্য
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।
সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,
আগামী নির্বাচনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে মানুষের ঘরে ঘরে যাবো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে, নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে মা-বোন যারা আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। “তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।”