ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম স্বীকার করেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা দেখা তার জন্য কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিক থেকে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।’ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে পাকিস্তানের হারের পর এই মন্তব্য করেন আকরাম।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭১ রান। শাহিবজাদা ফারহাদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ৩৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিষেক। শেষদিকে তিলক ভার্মার দারুণ ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ভারত।
ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে কিংবদন্তি ওয়াসিম আকরাম পাকিস্তানের ব্যর্থতায় গভীর কষ্ট প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি মনের কথা বলছি, পাকিস্তানকে এখন দেখা কঠিন। জেতা-হারাটা খেলাধুলার অংশ, কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত প্রতিটি বিভাগে আমাদের ছাপিয়ে যাচ্ছে। আমরা মাঝে এক-দুইটা ম্যাচ জিতেছি, কিন্তু ভারতের ধারাবাহিকতা ও মান আলাদা। এক-দুটি ক্যাচ মিস হতেই পারে, তবে ১০ ওভারে ৯১ থেকে শেষমেশ ২০০-তে না পৌঁছানো লজ্জার।’
টানা হারের এই ধারা পাকিস্তানি সমর্থকদের ভীষণ হতাশ করেছে। সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরাও মানছেন, ভারতের প্রতিভা ও গভীরতার সঙ্গে লড়াই করতে বর্তমানে সক্ষম নয় পাকিস্তান।