বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উজ্জল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।
এঘটনায় নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা ওই মামলার ৫৯ নম্বর আসামি উজ্জল দাস। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসুল আলম আরেফিন গত বছরের ২৪ আগস্ট সূত্রাপুর পৃথক মামলা দায়ের করেন।
বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তার উজ্জ্বল দাসকে বিজ্ঞ আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়া।