বিনোদন ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর পরদিনই থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার চেন্নাই পুলিশের নিয়েলঙ্কারাই এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনে বোমা রয়েছে—এমন একটি ফোনকল পায় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চেন্নাই পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার সকালে তাদের কাছে খবর আসে, বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে। বোমায় উঁড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। সেই বার্তা পেতেই পুলিশ সতর্ক হয়ে যাবে। বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াগ অভিনেতার চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে জনসভায় পদদলিত হয়ে ৩৯ জন নিহত হয়। গত শনিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশ জানায়, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। জনসভায় ৩০ হাজার মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হয়েছিল। তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়ে যান। যা সেখানে বাড়তি চাপ ফেলে।