বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন সারাদেশের ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপে দুই লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন থাকবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) আনসার অ্যান্ড ভিডিপির সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজার নিরাপত্তায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে— সতর্কতা, আন্তরিকতা ও জনগণবান্ধব মনোভাবে দায়িত্ব পালনের জন্য। বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমে প্রায় দুই লাখ তরুণকে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষিত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন সংযোজিত এভিএমআইএস সফটওয়্যার ও শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করে পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম প্রযুক্তিনির্ভর করা হয়েছে। এসব অ্যাপের মাধ্যমে মোতায়েনকৃত সদস্যরা দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন এবং তা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করা হচ্ছে।
ঝুঁকির ভিত্তিতে পূজামণ্ডপগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে— অধিক গুরুত্বপূর্ণ: ৭ হাজার ৫৪টি পূজামণ্ডপে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ: ১০ হাজার ৯৭২টি পূজামণ্ডপে ৬ জন করে সদস্য মোতায়েন থাকবে। সাধারণ: ১৩ হাজার ৫৫০টি পূজামণ্ডপে ৬ জন করে সদস্য থাকবে।
এছাড়া ৬৪ জেলায় ৯২টি ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে, যারা টহল পরিচালনার পাশাপাশি যেকোনও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে গত এক বছরে ১ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ১৫ হাজার ৮০৭ জনকে উপজেলা আনসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে আরও ১ লাখ ১৪ হাজার জনকে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং ৩৭ হাজার ৪২৬ জনকে উপজেলা আনসার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।
আনসার ও ভিডিপি বাহিনী জানিয়েছে, পূজামণ্ডপে গুজব প্রতিরোধ, তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ মোকাবেলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
আনসার জানায়, বাহিনী আশা করছে, গণমাধ্যমের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজার সময় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।