বাঙলা প্রতিদিন ডেস্ক : এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ২৪-২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত KINTEX, Goyang, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন 2025 K- GEO Festa-য় অংশগ্রহণ করে। এ আন্তর্জাতিক সম্মেলনের স্লোগান ছিল GeoAI: Driving Change, Shaping the World.
গত বুধবার ২৪ সেপ্টেম্বর সম্লমেলনের প্রথম দিন সকাল ০৯:১০ টায় দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং MoU স্বাক্ষর অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport এবং বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport (MoLIT) এর Vice Minister Mr. LEE Sang Kyeong এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দ্বিপাক্ষিক বৈঠক এবং MoU স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং MoLIT, Republic of Korea এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত জুন ২০২৫-এ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার Ministry of Land, Infrastructure and Transport (MoLIT) এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে। উক্ত বৈঠকে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল জরিপ এবং একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা সিস্টেম তৈরিতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সম্পাদনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। উক্ত সিদ্ধান্তের ধারাবাহিকতায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বর্ণিত MoU-টি স্বাক্ষরিত হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ সেমিনার, Artificial Intelligence (AI) ও Geospatial প্রযুক্তির প্রদর্শনীতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ অংশগ্রহণ করেন। সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণের সাথে ডিজিটাইজড জরিপ ও ভূমি ব্যবস্থাপনায় Artificial Intelligence ও Geo-spatial প্রযুক্তির ব্যবহারের সুযোগ ও সম্ভবনা বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ফলপ্রসু আলোচনা হয়। সম্মেলনের শেষ দিন ২৬ জুন ২০২৫-এ International Meeting for Advancing Geospatial Information Cooperation (IMAGIC) Roundtable Meeting অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, আজারবাইজান, মঙ্গোলিয়া, পেরু, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। সভায় Digital Twins, Big-data, GeoAI ইত্যাদি Geospatial প্রযুক্তির ব্যবহার, এ সংক্রান্ত নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতার জন্য একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা হলো একটি নির্ভুল ভূমি রেকর্ড এবং ভূমির পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য ভাণ্ডার (Data Bank) না থাকা। সর্বশেষ Geospatial প্রযুক্তিসমূহ ব্যবহার করে সমগ্র বাংলাদেশে একটি ডিজিটাইজড ভূমি জরিপ পরিচালনার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করার মাধ্যমে এ সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে।
সম্মেলনে অংশগ্রহণে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডিজিটাইজড ভূমি জরিপ পরিচালনা এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়নের পথ সুগম হলো। এর মাধ্যমে বাংলাদেশে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং নাগরিকদের ডিজিটালাইজড ও জনবান্ধব ভূমিসেবা প্রদানে এক নতুন দিগন্তের সূচনা হবে।