বাঙলা প্রতিদিন ডেস্ক :
সারাবছর দেশব্যাপী দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তায় নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে নৌ পুলিশ । গত ৪ অক্টোবর হতে শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর-২০২৫ খ্রি. পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান উপলক্ষে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব কুসুম দেওয়ান মহোদয়ের দিকনির্দেশনায় দেশব্যাপী নৌ পুলিশের অঞ্চলসমূহের আওতাধীন নৌপথ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে।
নৌ পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত পাঁচদিনে মোট ৩,৯৬,৩৪,০৫০ (তিন কোটি ছিয়ানব্বই লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ) মিটার অবৈধ জাল, ৩,৯২৭ (তিন হাজার নয়শত সাতাশ) কেজি মাছ উদ্ধারসহ ১৪০ টি নৌযান আটক করা হয়। এসময় ৮৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করাসহ ৮৪ টি মামলা রুজু করা হয় এবং ৩২৮ জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করাসহ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান মৌসুমে ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ, পরিবহণ, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই অভিযান চলতি মাসের ২৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।