আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের ১৮ জন সামরিক কর্মকর্তার তথ্য প্রদানে পুরস্কার ঘোষণা করেছে চীন। তাদের বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদী’ বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপকূলীয় শহর জিয়ামেনের পুলিশ তাইওয়ানের কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে এক হাজার ৪০০ ডলার পুরস্কারের ঘোষণা দেয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উপকূলীয় শহর জিয়ামেনের পুলিশ তাইওয়ানের কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়ে তথ্য দিলে এক হাজার ৪০০ ডলার পুরষ্কারের ঘোষণা দিয়েছে। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং বিমান সুরক্ষা ব্যবস্থা ও সামরিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর ওই ঘোষণা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কয়েকজন ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ওয়েবসাইট পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
জিয়ামেনের পাবলিক সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, অফিসাররা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছিল। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য ওই সব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার জাতীয় দিবসে লাইয়ের ভাষণের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। লাইকে একজন সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন।
তাইওয়ানের তীব্র বিরোধিতা সত্বেও বেইজিং তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও রাজনৈতিক চাপ তীব্র করেছে।
সূত্র: আল-জাজিরা