বাঙলা প্রতিদিন প্রতিবেদক: তিন দফার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে ‘মার্চ টু যমুনা’ বিকেল ৫টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, কৃষিকাজ করবো। আপনার ভিক্ষার চাকরি করবো না।’
শিক্ষকদের উদ্দেশ্য করে দেলোয়ার হোসেন আজিজী বলেন, ২০ শতাংশ ছাড়া যাবেন না। ১৫০০ টাকা মেডিকেল ভাতা ছাড়া যাবেন না। উৎসব ভাতা ৭৫ শতাংশ ছাড়া যাবেন না। আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতার একটা একটা লাশ যাবে।
তিনি বলেন, আমাদের পরীক্ষা আরও দিতে হবে মনে হয়। আপনারা কি শ্রেণিকক্ষে যাবেন? আমরা কেউ শ্রেণিকক্ষে যাবো না। আপনি আমার ৬ লাখ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করেন। ঠিক আমরা সিএনজি চালাব। অটো চালাবো। কৃষিতে কাজ করবো। মজুরি করে সন্তানদের নিয়ে ডাল-ভাত খেয়ে বাঁচবো, আপনার এই ভিক্ষার চাকরি আমরা করব না।
তিনি আরও বলেন, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। আপনার সঙ্গে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব আমরা ফিরেয়ে নিয়ে নিলাম, এখন আমাদের যে তিন দাবি ছিল আমাদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এই মাস থেকে দিতে হবে। লাখ লাখ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে খেতে পারেন, আগামী মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন আর ৬ লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য ৩ হাজার কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। এই মাস থেকেই দিতে হবে।
‘প্রধান উপদেষ্টা আপনাকে সম্বোধন ততদিন করি নাই, আজকে করছি। আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে, সচিবালয়ে ব্রিফ করার পরে সব মিডিয়া ছিল নিশ্চয়ই আপনি ইতোমধ্যে জেনে গিয়েছেন, আমরা প্রত্যাখ্যান করে এসেছি, আপনার অপদার্থ অথর্ব এগ্রেসিভ শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না। আমরা আর কারো উপর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারো উপর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি।”







































































