নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা হতে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর হলো মোঃ বাবু দেওয়ান (২০), পারভেজ (২২), ইমন (২২) ও মোঃ আকাশ (২০)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ০৩টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
মুন্সিগঞ্জের শ্রীনগরে চোরাই মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার :
গতকাল ২ ফেব্রুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী এলাকায় হতে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো মোঃ নাহিদ বেপারী (১৯) ও শাহিন (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।