নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আদিয়ামান শহরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে তুরস্কে নিয়োজিত বাংলাদেশের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম বা সম্মিলিত উদ্ধারকারী দলের সদস্যগণ পার্শ্ববর্তী হাতায়া প্রদেশে যাচ্ছেন। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালা করবেন।
আজ বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১০:০০টায় হাতায়ার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ টিম। আদিয়ামান সিটি থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত হাতায়া প্রদেশ। সেখানে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের উদ্ধারকাজ পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সদস্যরাও হাতায়া যাচ্ছেন। ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের মিডিয়া কো-অর্ডিনেটর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।