রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্ষমাল্য অর্পন ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি গুলফামুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আ. লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ. লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম, পল্লিবিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনি ও সমাজসেবা অফিস থেকে ২৬ জন অসুস্থ রুগিদের মাঝে এক লক্ষ নব্বই হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়৷অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা৷