বিনোদন ডেস্ক: জমিজমা সংক্রান্ত আইনি জটিলতায় জড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তা নিয়ে পুলিশকে অভিযুক্ত করে ফেসবুক লাইভ করার কারণে তথ্য প্রযুক্তি আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে এক ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। লাইভে মাহি বলেন, আমার কথা হচ্ছে, পুলিশ কি কোনো একটা জায়গায় গিয়ে এভাবে কোনো জায়গা দখল করতে পারে বা সবাইকে বের করে দিতে পারে। পুলিশ কি কখনো আমার গাড়ির শো রুমের সিকিউরিটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে, গ্রেপ্তার করতে পারে! কোনো রকমের কোনো মামলা ছাড়া, কোনো কিছু ছাড়া। যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশ আমাদের অ্যারেস্ট করবে। আমাদের যে শো রুম প্রশ্নবিদ্ধ, যে শো রুম নিয়ে এতো কথা হচ্ছে, তাহলে তারা কেন এই শো রুমের আশেপাশে গিয়ে আমাদের লোকজনকে ধরে ফেলতেছে। সবাইকে ধরপাকড় করতেছে, যেটা আমরা আশঙ্কা করেছি, জিডি করেছি যে-আমাদের প্রথমে এরকম করা হবে, এরকম ধরপাকড় চলছে। নিজেও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়ত আমরা অ্যারেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব।
আপনারা সবাই, যত সাংবাদিক ভাইয়েরা আছেন আমার তরফ থেকে বলতে চাই- পুলিশ কেন জায়গা জমির বিষয়ে হস্তক্ষেপ করবে। এই মুহূর্তেও তারা আমাদের গাড়ির শো রুমের ভেতরে ঢুকে আমাদের লোকজনকে ধরে নিয়ে গেল। তথ্য প্রযুক্তি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। আজ মাহির দেশের ফেরার কথা রয়েছে।