নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আগুনে পুড়ে কয়লা হয়েছে পলিব্যাগে মোড়ানো নতুন নতুন কাপড়ের বান্ডিল। মঙ্গলবার যে কাপড় দাউ দাউ আগুনে পুড়ছিল তা পানি দিয়ে নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর গতকাল সে পুড়া কাপড় ভিজেছে সর্বস্বান্ত হওয়া ব্যবসায়ীদের চোখের জলে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে যখন অনেক ব্যবসায়ী নিজের পোড়া স্বপ্নকে হাতড়াচ্ছিলেন তখন অনেকেই তাদের সান্ত্বনা দিচ্ছিলেন। রমজান মাসের এই সময়টা বঙ্গবাজারের ব্যবসায়ীরা দম ফেলার সময় পেতেন না। ব্যবসায়ী, ক্রেতা, কর্মচারীদের হাঁকডাকে যে বাজার জমজমাট থাকতো অথচ এখন সেখানে হাহাকার। অশ্রুসিক্ত, সর্বহারা ব্যবসায়ীরা এখন ঋণের বোঝা আর খেয়ে-পরে কীভাবে বাঁচবেন সেটি নিয়ে চিন্তিত। ব্যবসায়ীরা বলছেন, যে ক্ষতি হয়েছে সেটি আগামী ৫ বছরে কাটিয়ে ওঠা যাবে না। তাই ঘুরে দাঁড়ানোর জন্য তাদের প্রয়োজন সরকারি সহযোগিতা। নগদ টাকা ও বিনা সুদে ব্যাংক ঋণ দিলে হয়তো তারা কিছুটা হলেও ঋণ শোধ করে নতুন করে ভাবতে পারবেন।
না হলে পরিবার পরিজন নিয়ে অনেক ব্যবসায়ীকে ঢাকা ছেড়ে যেতে হবে।
সরজমিন দেখা যায়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দুু’দিন পার হলেও এখনো পুরোপুরি নিভেনি আগুন। ধ্বংসস্তূপ থেকে এখন ধোঁয়া উড়ছে। কোথাও কোথাও ছোট পরিসরে আগুন দেখা গেছে। এসবের মধ্যেও ব্যবসায়ীরা তাদের দোকানে গিয়ে পুড়ে যাওয়া কাপড়ের স্তূপ সরিয়ে দেখছেন অক্ষত অবস্থায় কিছু পাওয়া যায় কিনা। পোড়া কাপড়ের নিচ থেকে বান্ডিল করা কাপড় বের হলেও সেগুলোর কোনো না কোনো অংশ পোড়া থাকায় সেগুলো নিতে পারছেন না ব্যবসায়ীরা। নিজ নিজ দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কর্মচারীরাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। তবে স্থানীয় টোকাই, ভবঘুরে, মাদকসেবী ও আশপাশের বিভিন্ন কলোনীর বাসিন্দারা পুড়ে যাওয়া টিন, লোহার ফ্রেম, পুড়ে যাওয়া ক্যাশ বাক্স, দোকানের শাটারসহ মূল্যবান অনেক কিছু নিয়ে যাচ্ছেন। কিছু মানুষ কম পুড়ে যাওয়া শাড়ি, লুঙ্গি, প্যান্ট, টি-শার্ট, জামা বের করে ব্যাগে ঢুকাচ্ছিলেন। অনেক ব্যবসায়ী আশপাশের ভবনে থাকা গোডাউনে থাকা অক্ষত পোশাক বস্তা ভরে সরাচ্ছিলেন। অনেক ব্যবসায়ী ও তাদের স্ত্রী-সন্তানরা পুড়ে যাওয়া দোকানের উপর দাঁড়িয়ে কান্না করছিলেন। ঘটনার দিনের মতো পুলিশ, র্যাব, বিজিবি, স্বেচ্ছাসেবী, ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। ঘটনাস্থল পরিদর্শনে আসেন সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।