নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)-এর উদ্যোগে ঢাকা পর্বের ইফতার মাহফিল, সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর গুলশান-১ এর পুলিশ প্লাজাস্থ ক্রিকেটার্স কিচেনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিইউসিএজেএএ-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদাররের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব জনাব আব্দুল করিম।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, সিইউসিএজেএএ-এর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুল, সহ-সভাপতি ও ঢাকা ইফতার মাহফিলের আহবায়ক পারভেজ মো. চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরসহ অ্যালামনাইয়ের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল করিম চবি সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভূয়সী প্রশংসা করে বলেন, “তাঁরা অত্যন্ত মেধাবী এবং দেশের সাংবাদিকতা জগতে তাঁরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। সাংবাদিকতা ছাড়াও এই বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশায় দারুণ পেশাদারিত্বের প্রমান রাখছেন।” তিনি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বিভাগের ছাত্রছাত্রীদের কল্যাণে যে নিরলসভাবে কাজ করছেন তা অব্যাহত রাখার আহ্বান জানান।