গাইবান্ধা প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিশাল শান্তিমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৮ এপ্রিল) উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, দেশের উন্নয়ণের বিরোধিতাকারী বিএনপি-জামাত তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনও দেশবিরোধী নানামূখী তৎপরতা অব্যাহত রেখেছে। এখন নতুন করে আবারও তাদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত করার চেষ্টা করছে। পাকিস্তানী মদদপুষ্ঠ জামাত-বিএনপির হাত থেকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নির্বিঘ্ন রাখতে বঙ্গবন্ধুর সৈনিকদের আরও সচেতন হতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় বেলা ১১টা থেকে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী শাখাওয়াত হোসেন, সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সাংগঠনিক সম্পাদক হান্নান আজাদ, আনিছুর রহমান আনিস, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, সাবেক প্রচার সম্পাদক নূরে আলম সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহŸায়ক জালাল উদ্দিন রুমি, ছাত্রলীগ নেতা রাজু সরকার, শফিকুল ইসলাম হিরু প্রমূখ। এর আগে একটি বিশাল শান্তিমিছিল শহর প্রদক্ষিণ করে।