চাটখিল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও চাটখিল পৌরসভার ওয়ার্ড নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করেছেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন। এই উপলক্ষে শনিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মাঠে চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
সভায় খন্দকার রুহুল আমিন জানান,তিনি আগামী দ্বাদশ নির্বাচনে নোয়াখালী -১ ( চাটখিল- সোনাইমুড়ী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করবেন। তাই তিনি মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন নেত্রী যাকেই নৌকা প্রতীকে মনোনীত করেন তাকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর বাবর,সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহাজান খান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, জয় বাংলা পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। সভা পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা নজরুল দেওয়ান।