নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশে একাত্তরে সংঘটিত গণহত্যার বিশ্বজনীন স্বীকৃতির প্রয়াসে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গৃহীত হলো ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স গৃহীত প্রস্তাবের মাধ্যমে।
সংস্থার নির্বাহী পরিষদে প্রস্তাবনা পেশে ভূমিকা পালন করেন গণহত্যার শিকার শহিদ বুদ্ধিজীবী সিরাজুদ্দিন হোসেনের পুত্র তৌহিদ রেজা নূর এবং প্রস্তাবের সহ-উদ্যোক্তা হিসেবে ছিলেন গ্রেগরি স্ট্যানটন, হেলেন জার্ভিস, প্রফেসর অ্যাডাম জোন্স, মফিদুল হক, ইমরান আজাদ ও শাহরিয়ার ইসলাম। প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তাবের সমর্থক ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
সম্মিলিতভাবে প্রণীত এই প্রস্তাবে মুক্তিযুদ্ধকালে পাকবাহিনী পরিচালিত নৃশংসতার উদ্দেশ্য ও ধরন বিশ্লেষণ করে বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়। প্রস্তাবনাটি প্রতিষ্ঠানের সদস্যদের অনুমোদনের জন্য ভোট গ্রহণ আয়োজিত হয়। গত ২৪ এপ্রিল সোমবার আইএজিএসের পক্ষ থেকে ভোটের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে জেনোসাইড সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে মর্মে সিদ্ধান্ত জানানো হয়। ২০৮টি ভোট প্রস্তাবের পক্ষে এবং ৪টি ভোট বিপক্ষে প্রদত্ত হয়েছিল। এই সিদ্ধান্ত বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স গৃহীত প্রস্তাবে বলা হয়, ‘আইএজিএস ১৯৭১ সালে বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠীর ওপর পরিচালিত অপরাধকে জেনোসাইড, মানবতা-বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি প্রদান করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষভাবে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানাচ্ছে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি প্রদান করতে এবং যথাযথ ফোরামে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থাদি গ্রহণের জন্য।
সেই সাথে আইএজিএস বাঙালি জাতিকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নিতে পাকিস্তানকে অনুরোধ করছে এবং জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছে ১৯৭১-এর জেনোসাইডের স্বীকৃতিদান করে বিশেষ প্রস্তাব গ্রহণের জন্য।’