নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ এপ্রিল) ভোরে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ উখিয়ার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় অভিযান চালিয়ে দেশের সর্ববৃহৎ ২১.০৯ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালানসহ ইয়াবা গডফাদার রুজরুছ মিঞা ও তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে।
আজ রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপি’র একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার-২০ হতে আনুমানিক ৮০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র দক্ষিণ রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।
পরে ভোর সাড়ে ৪টায় ৬-৭ জন মাদক পাচারকারী মায়ানমার সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি আঁচ করতে পেরে তাদের সাথে থাকা ০২টি বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি টহলদল মাদক পাচারকারী চক্রের ৩ সদস্যরা হচ্ছে; (ক) রুজুরুছ মিঞা (৫১), পিতা-মৃত ছিদ্দিক আহম্মেদ, গ্রাম-বালুখালী, কক্সবাজার; (খ) মোঃ ইসমাইল (২৩), পিতা-মোঃ আঃ শুকুর, গ্রাম-বালুখালী, কক্সবাজার এবং
(গ) ছৈয়দুল বাশার (৪০), পিতা-মোঃ আবুল মন্ডল, গ্রাম-পালংখালী, সকলের ডাকঘর-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহলদল পাচারকারীদের ফেলে দেয়া বস্তা তল্লাশী করে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।