সংবাদদাতা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পানি পান করার সময় খাদ্যনালীতে পানি আটকে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) বেলা ১১টায় কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি বিয়াড়া গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে আইয়ুব সরকার ওরফে রতন (১৬)। তিনি শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের বিল্ডিং মেইনটেইন্স টেড্রের ছাত্র হিসেবে চলতি বছর কাজীপুর উপজেলা সদর বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রতন ভাত খাওয়ার পর পানি পান করে। এ সময় তার খাদ্যনালীতে পানি আটকে গেলে রতন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে এ অবস্থায় পরিবারের সদস্যরা রতনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মোমেনা পারভীন পারুল জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় রতনকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে আনার আগেই রতনের মৃত্যু হয়েছিল। তবে খাবার খাওয়ার পরে পানি পানের সময় পানি রতনের খাদ্যনালীতে আটকে যায়।