সংবাদদাতা, ফেনী : ফেনীর পরশুরামে মো. ইউনুস হোসেন অন্তর (১৫) নামে বাংলাদেশি এক কিশোরকে সীমান্তে ঢুকে ধরে নিয়ে চার ঘণ্টা আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে তাকে আহত অবস্থায় সীমান্তে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নির্যাতনের শিকার কিশোর মো. ইউনুস হোসেন অন্তর পরশুরাম পৌর এলাকার উত্তর বাউরখুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় বুধবার বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফের পক্ষ থেকে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এমন ঘটনার আর ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪ ব্যাটালিয়ন ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব হাসান।
কিশোর ইউনুসের মা আকলিমা আক্তার বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে তার ছেলে ইউনুস ছাগল চরাতে ভারত সীমান্তবর্তী ২৬১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করে ইউনুসকে ধরে নিয়ে যায়। পরে তার হাত-পা বেঁধে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে কিশোর ইউনুসের একটি হাত ভেঙে যায়। নির্মম নির্যাতনে তার শরীরে, পিঠে ও পায়ে পিটিয়ে গুরুতর আহত করে। আঘাত করে ইউনুসের দুই হাতের আঙুল থেঁতলে দিয়েছে। একপর্যায়ে বিএসএফ তাকে মৃত ভেবে ফেলে চলে যায়।’
নির্যাতনের শিকার আহত ইউনুস বলেন, ‘বিএসএফের কয়েকজন আমাকে ধরে নিয়ে কোনো কিছু জিজ্ঞেস না করে চার-পাঁচজন সদস্য লাঠি দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়।