বাঙলা প্রতিদিন ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের চলমান সংকটে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে আছে।
আজ সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করে এ আহবান জানান তিনি।
আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে তিনি এই মেলার উদ্বোধন করেন৷ গণভবন প্রাঙ্গণে এসময় তিনি একটি ফলজ, একটি বনজ ও একটি ওষধি গাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানান। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের চলমান সংকটে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে আছে। তবে খাদ্য আমদানি কমিয়ে আত্মনির্ভরশীল হতে সবাইকে গাছ ও কৃষিতে মনোযোগী হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।