# দালাল ও এজেন্সির খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মাদারীপুরের টেকেরহাটের স্থানীয় এক কলেজের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম। পরিবারের মধ্যে রাকিবুলের অবস্থানও ভালো। পড়াশুনায় ভালো রাকিবুলকে নিয়ে স্বপ্নও দেখে পরিবার। এরই মধ্যে গ্রামের আশে পাশের কিছু ব্যক্তির ইউরোপ যাওয়া দেখে রাকিবুলও স্বপ্ন দেখতে শুরু করে ইউরোপ যাওয়ার।
পরিচয় ঘটে এক দালালের সাথেও। আর সেই দালালের মাধ্যমেই ইটালি যাওয়ার কন্ট্রাক্ট হয়। পুরো প্রক্রিয়ায় ১১ লাখ টাকার দেনদরবার। এরপর সেই ট্যুরিষ্ট ভিসার খেলা শুরু করে দালাল। প্রথমে দুবাই, এরপর লিবিয়া। আর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি। ঝুঁকি থাকলেও ইউরোপের স্বপ্নে বিভোর রাকিবুলও রাজি হয়ে যায়।
কথামত ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুবাই চলেও যান রাকিবুল। এরপর সেখান থেকে লিবিয়া। এরপর স্বপ্ন ধুসর হয়ে যায়। বুঝতে পারেন দালালের প্রতারণায় পাচার হয়েছেন তিনি। দালালদের খপ্পরে পড়ে শুরু হয় দুর্বিসহ জীবন। জঙ্গল, মরুভূমি অন্ধকার রুম সবজায়গা থেকেই বাঁচার আকুতি। রাকিবুলকে বাঁচাতে পরিবার ওই ১১ লাখের পরে আরো ৪ লাখ টাকা দেয়।
পরে লিবিয়া পুলিশের সহায়তা আটক হয়ে জেলখানায়। জেলখানায় যাওয়াতে হাফ ছেড়ে বাঁচে পরিবার। অন্তত দালালের হাতে মৃত্যুর চেয়ে জেলখানাতো নিরাপদ।
সম্প্রতি সেই লিবিয়ার বন্দিশালা থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও সে দেশের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাকিবুলের মত ১১৪ জন দেশে ফেরেন।
কথা হয় রাকিবুলের সঙ্গে। রাকিবুল বলেন, ট্যুরিষ্ট ভিসায় ইউরোপ মানে প্রতি পদে পদে মৃত্যুর ঝুঁকি। কখনো জঙ্গল, কখনো মরুভূমি আবার কখনো অন্ধকার রুম। আর মুক্তিপণের জন্য নির্যাতন তো আছেই। দুবাই যাওয়ার পরপরই আমরা বুঝে গেছি সামনে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যা ভেবেছিলাম তার চেয়ে কয়েকগুন বেশি নির্যাতন সহ্য করেছি।
এক কথায় মনে হচ্ছিল যেন নরকে রয়েছি। এভাবে যেন আর কেউ পা না বাড়ায় সেই পরামর্শ রাকিবুলের।
রাকিবুলের এলাকার রাসেল। তারও স্বপ্ন ছিল ইউরোপ যাবে। একইভাবে ফাঁদে পড়েন তিনিও। ট্যুরিষ্ট ভিসায় দুবাই এরপর লিবিয়া। আর সেখানেই আন্তর্জাতিক মানবপাচার চক্রের হাতে পড়ে মুক্তিপণ দেন। পরে লিবিয়া পুলিশের হাতে পড়ে জেলে গিয়ে একই দলের সঙ্গে ফেরেন।
ভুক্তভোগীরা জানান, মোট ১৫ লাখ টাকা খরচ হয়েছে। লিবিয়া যাওয়ার পরও দালালরা ধাপে ধাপে টাকা নিয়েছে। শুধুমাত্র জীবিত থাকবে এমন আশাতে টাকা দিয়েছি আমরা। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় দালালরা বেশি উৎসাহ দেখায়। দালালরাই ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিষ্ট ভিসার ফাঁদে ফেলে। পরিশেষে দেখা যায় হয় মৃত্যু না হয় জেলখানা।
তারা বলেন, ট্যুরিষ্ট ভিসার আড়ালে যা হচ্ছে পরিস্কার তা মানবপাচার। আর এ মানবপাচারে স্থানীয় দালাল, কতিপয় ট্রাভেল এজেন্সি ও ইমিগ্রেশন পুলিশও জড়িত। যে কোনদিন দেশের বাইরেই যায়নি, সে যাচ্ছে দুবাই। দুবাই কার কাছে যাবে, কতদিন থাকবে হোটেল বুকিং আছে কি না, রিটার্ন টিকিট নিয়েছে কি না। সব তদারকির দ্বায়িত্ব ইমিগ্রেশন পুলিশের। সন্দেহ হলেই তারা অফলোড করে দেবে। কিন্তু তারা সেটি না করে তাদের বের করে দিচ্ছে।
তিনি বলেন, এ অবস্থাতে ইমিগ্রেশন পুলিশ কোনভাবেই তাদের দ্বায় এড়াতে পারে না। এদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ বলেন, ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া যান তারা।
সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় গেলে সেখান থেকে দালালরা ত্রিপোলিতে নিয়ে তাদের গেমঘরে রাখে। সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে।
তারা দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিল অবৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার জন্য। ধরা পরার পর যাত্রীদের সবাই জেল খেটেছেন। তিনি বলেন, জেনে শুনে মৃত্যু ঝুঁকির দিকে পা বাড়ানো ছাড়া আর কিছুই নয়। সচেতন হলেই কেবল এটি রোধ করা সম্ভব।
এদিকে ইউরোপ যাওয়ার প্রাক্কালে বাংলাদেশি অভিবাসীর মৃত্যু ও আটকের ঘটনায় দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে। সম্প্রতি ডোমেনিকান প্রজাতন্ত্র থেকেও ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ একটি বিমানে করে ওই দেশের প্রায় ৯০ জন পুলিশ এসে তাদের দিয়ে যায়।
ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মনিরুল ইসলাম বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। ট্যুরিষ্ট ভিসায় দেশের বাইরে যাওয়া, ফিরে না এসে সেখানে অবৈধভাবে থেকে যাওয়া। এক শ্রেণির ট্রাভেল এজেন্সির কারসাজিতে পড়ে একদিকে যেমন নিঃস্ব হচ্ছে হচ্ছে সাধারণ পরিবার, অন্যদিকে বিদেশে এভাবে গিয়ে তারা জেল হাজতে থাকছে। দেশের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে।
তিনি বলেন, অনেক সময় তারা মৃত্যুর কোলেও ঢলে পড়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি এ ধরনের ঘটনা বেড়ে যাওয়া ও অবৈধভাবে দেশের বাইরে থেকে বাংলাদেশি ফেরত আসার ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, এটি মানবপাচারের সামিল এ বিষয়ে কোন সন্দেহ নাই। ট্যুরিষ্ট ভিসার ক্ষেত্রে লোকজন বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কিছু বললেই তারা হয়রানির অভিযোগ করেন। এ অভিযোগ থেকে মুক্তি পেতে ইমিগ্রেশন পুলিশ আরও কঠোর হবে। পাশাপাশি যে সকল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আসবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দুবাইয়ে গত কয়েক বছর থেকে ট্যুরিস্ট ভিসায় লোক নিয়ে যাচ্ছিল টাঙ্গাইলের নাঈম খান ওরফে লোটাস (৩১)।
র্যাব-৩-এর একাধিক দল রাজধানীর তুরাগ, উত্তরা, রমনা, পল্টন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের মূল হোতা নাইম খান ওরফে লোটাসসহ আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, চক্রটির দুবাইয়ে কর্মী পাঠানো বন্ধ থাকলেও উচ্চ বেতনের লোভ দেখিয়ে জনপ্রতি আড়াই থেকে ৩ লাখ করে টাকা নিয়ে নকল কার্ড দিয়ে অনেককে ভ্রমণ ভিসায় দুবাই পাঠানোর চেষ্টা চলছিল। ইতোমধ্যে শতাধিক ব্যক্তিকে পাঠানোর আয়োজনও সম্পন্ন করেছিল চক্রটি। কিন্তু আমাদের নজরে আসায় তা বন্ধ হয়ে গেছে।
চক্রটি গত কয়েক বছরে সাড়ে পাঁচ শতাধিক ব্যক্তিকে ট্যুরিস্ট ভিসায় দুবাই পাচার করেছে। তাদের মধ্যে বেশিরভাগই সেখানে গিয়ে বেকার ও মানবেতর জীবনযাপন করে পরে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, চক্রটির মূল হোতা লোটাস। এই লোটাস ২০১২ সালে দুবাই যায়। সে মাত্র এসএসসি পাস। সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি মিললে সে ট্যুরিস্ট ভিসায় বিভিন্নজনকে নিয়ে যেতে থাকে। সম্প্রতি ওয়ার্কপারমিট কার্ড লাগে। এ সুযোগকে কাজে লাগিয়ে লোটাস তার সদস্যদের দিয়ে ভুয়া বিএমইটির কার্ড বানিয়ে অনেককে পাচার করেছে।