লাইফস্টাইল ডেস্ক: ত্বক, চুল সবেরই চর্চা করেন নিয়মমাফিক। খালি বাদ পড়ে যায় নখ। এমন করলে তো চলবে না! নখ যদি ভঙ্গুর হয়, উজ্জ্বলতা হারায়, তাহলে কিন্তু আপনার বিউটি রেজিম অসম্পূর্ণ! তা বলে বিশাল কিছুও করতে হবে না। ঘরোয়া জিনিস দিয়েই যত্ন নিতে পারবেন নখের।
ভঙ্গুর নখের খুব ভাল দাওয়াই হল লেবুর রস আর অলিভ অয়েলের মিশ্রণ। অলিভ অয়েল নেল কিউটিকল রিপেয়ার করে। নখের হলদেটে ভাব কাটায় লেবু। তিন টেবলচামচ লেবুর রসের সঙ্গে এক টেবলচামচ অলিভ অয়েল মিশিয়ে সামান্য গরম করে নিন। প্রতিটি নখে লাগিয়ে নিন এই মিশ্রণ। তারপর নখ ডুবিয়ে রাখুন। সারারাত রেখে দিতে হবে।
১/২ টেবলচামচ অলিভ অয়েলের সঙ্গে ৫-৬ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়েও নখে লাগাতে পারেন। আধঘণ্টা রেখে, উষ্ণ জলে ধুয়ে তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। নখে ফাংগাল ইনফেকশন রোধ করে টি-ট্রি অয়েল।
হাত ভাল করে পরিষ্কার করে তুলোয় করে গোলাপজল লাগিয়ে নিন প্রতিটি নখে। গোলাপজলে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট প্রপার্টি রয়েছে। ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবেও দারুণ।
কিছু না করে যদি শুধু রাতে শুতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেন নখে, তাহলেও উপকার পাবেন। নখের আর্দ্রতা বজায় রাখে পেট্রোলিয়াম জেলি। নখ ভাঙে কম। এক-দু’মাস পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে দেখলেই তফাতটা বুঝবেন।