নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর সদরঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নদী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল। নিহত যুবকের নাম মাইনুল হাসান রিফাত।
সদরঘাট ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, আজ শনিবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে খবর পেয়ে ডুবুরি দল রাজধানীর সদরঘাটের নবাববাড়ী পুকুরপাড় নামক এলাকায় নদীতে অভিযান চালিয়ে ওই যুবককে উদ্ধার ।
কর্মকর্তা আরো জানান, পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।