ক্রীড়া ডেস্কঃদীর্ঘদিন ধরে ফ্রান্সের উইঙ্গার উসমান দেম্বেলের বার্সেলোনা ছাড়ার খবরে সরগরম ছিল গণমাধ্যম। আবারও ফরাসি এই ফুটবলারের বার্সা ছাড়ার খবর সামনে এসেছে। এই মুহূর্তে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন তিনি।
ডেম্বলে যে ইতোমধ্যে পিএসজিকে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন আজ সোমবার (৩১ জুলাই) এমনটিই জানিয়েছেন দলবদল বিষয়ক ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানোর মতে, পিএসজিতে যাওয়ার বিষয়ে কোনো আপত্তি করেননি ডেম্বেলে। প্যারিসিয়ানদের সঙ্গে পাঁচ বছরের চুক্তির কথা হয়েছে তার এজেন্টের। এমবাপ্পের দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তার অভাব পূরনেই ডেম্বেলের দিকে ঝুঁকেছে পিএসজি।
এদিকে, পিএসজির পক্ষ থেকে ইতোমধ্যেই বার্সেলোনার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহের মধ্যেই পিএওসজির সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন ডেম্বেলে।