আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে খরিপ-২ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক সাথে এক জাতের এক স্থানে সমলয়ে চাষাবাদ করার লক্ষ্যে রাইস ট্র্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
আজ
সোমবার দুপুরে মধুপুর পৌরসভার দামপাড়া-বোয়ালী গ্রামে কৃষি বিভাগ আয়োজিত চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন (উফসী) ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে ৫০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে ব্র্রি ধান -৭৫ এর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্ভোধন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
এ সময় কৃষকদের নিয়ে আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সমলয়ের বোয়ালী গ্রামের কৃষক শামছুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।
পরে দামপাড়া বিলে ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপন কার্যক্রম শুরু হয়। সমলয় পদ্ধতির চাষাবাদের ফলে একসাথে একই এলাকায় একই জাতের ফসল চাষের ফলে এক জমিতে বছরে তিনবার ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে কৃষকের।
এ জন্য মধুপুরের কৃষি বিভাগ প্রনোদনা কর্মসূচির আওতায় এ সমলয় চাষাবাদ কর্মসূচি হাতে নেয়। এতে বোয়ালী ও দামপাড়া বিলে প্রায় ৫০জন কৃষকের ১৫০ বিঘা জমিতে খরিপ মৌসুমে উফসি জাতের ব্রি ধান-৭৫ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপ আমন ধানের চারা রোপন করা হয়।