চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে আরও এক নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
মারা যাওয়া নারীর নাম মনোয়ারা বেগম (৪৬)। তিনি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
এর আগে গত রোববার (৩০ জুলাই) চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোয়ারা। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫২জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১২ জন চমেক হাসপাতালে, ২১ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, ৫ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং ৭ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর চট্টগ্রামে ৩ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।