আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি অন্তত ২০টি বেসামরিক জাহাজ ইরান জব্দ করায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী প্রতিক্রিয়ার অংশ হিসেবে লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজসহ তিন হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। সোমবার মার্কিন পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বঘোষিত সুচি অনুযায়ী সুয়েজ খাল দিয়ে মার্কিন নাবিক ও নৌবাহিনী রোববার (৬ আগস্ট) লোহিত সাগরে প্রবেশ করে।
ওয়াশিংটন দাবি করছে, ইরান গত দুই বছরে বিভিন্ন দেশের পতাকাবাহী প্রায় ২০টি জাহাজ আটক করেছে অথবা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর জানিয়েছে, মার্কিন সেনারা সুয়েজ খাল দিয়ে রবিবার লোহিত সাগরে প্রবেশ করেছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটনের স্বার্থ রক্ষাই সেনা মোতায়েনের উদ্দেশ্য।
সূত্র : এএফপি