নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকালে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এ কর্মসূচি শুরু হয়। দলটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এ কর্মসূচির আয়োজন করে।
জনসচেতনতামূলক এ কর্মসূচিতে সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হন।
এ দিন কয়েক হাজার নেতাকর্মী রবীন্দ্র সরোবরে জড়ো হন। অনুষ্ঠানে ডা. প্রাণ গোপালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেটে জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।