অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ডেঙ্গু মোকাবেলায় গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে মেটলাইফ বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু সম্পর্কিত বীমা দাবি নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা আবেদনের মাত্র ৩ ঘণ্টার মধ্যে তাদের দাবির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হতে পারবেন এবং তার পরে দ্রুত তাঁদের বীমাদাবি পেয়ে যাবেন।
ডেঙ্গুর কারণে হাসপাতালের খরচ এবং মৃত্যুর দাবির ক্ষেত্রে এই সেবা প্রযোজ্য। সেবাটি পাওয়ার জন্য গ্রাহকদের যেকোনো কর্মদিবসে দুপুর ১২:৩০এর মধ্যে 3hoursdengueclaim@metlife.com.
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, “মেটলাইফ সবসময়ই নানা সমস্যা মোকাবেলায় সবার সাথে একযোগে কাজ করে এসেছে। নতুন এই সেবাটি প্রয়োজনের সময়ে আমাদের গ্রাহকদের পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা।”
এই সেবার প্রয়োজনীয় তথ্যাবলী পাওয়া যাবে এখানে: https://www.metlife.com.bd/