নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানাধীন সাহেব আলী মাদ্রাসার সামন থেকে ৭৭৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব- এর একটি টিম। গ্রেফতারকৃতরা হচ্ছে দবির উদ্দিন (৩২), রাজু সরদার (২৭), শ্রী লিটন রবি দাস (৩০) । সোমবার (১৬ই নভেম্বর) বিকাল ৩টার দিকে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ঢাকা মেট্রো ন- ১৯- ২৬১০ নাম্বারের একটি মিনি পিকআপসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে র্যাবের- ১ এর সদস্যরা ।
এ ব্যাপারে র্যাবের- ১ এর পুলিশ পরিদর্শক ( শহর ও যান ) মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ডি এম পির তুরাগ থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন, যার মামলা নং- ২৪ ও ২৫, তাং- ১৬/১১/২০২০ইং ।
আটককৃত দবির উদ্দিন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রামচন্দ্রপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে । আটককৃত রাজু সরদার বগুড়া জেলা সদরের গোদারপাড়া এলাকার সুলতানের ছেলে ও আটককৃত শ্রী লিটন রবি দাস দিনাজপুর জেলার কাহারোল থানার গড়মল্লিকপুর গ্রামের মৃত রামচন্দ্র দাসের ছেলে ।