বাঙলা প্রতিদিন ডেস্ক : হৃদয়ে কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বাবু নন্দন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচএফ চেয়ারম্যান সিলভার ডেভেলোপাস লি: রোটিরিয়ান আলহাজ্ব প্রফেসর ফারুক আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ট্রমা সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: আব্দুল হক, কুমিল্লা ট্রমা সেন্টারের মেডিকেল ডিরেক্টরসেফিউল্লাহ্, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্লাড ব্যাংকের ইনচার্জ এ.কে.এম ছিদ্দিকুল ইসলাম ও হৃদয়ে কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদসহ সংগঠনের সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
পরে হৃদয়ে কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্লাড ব্যাংকের ইনচার্জ এ.কে.এম ছিদ্দিকুল ইসলামকে সম্মাননা প্রদান করেছেন।
এসময় এ.কে.এম ছিদ্দিকুল ইসলাম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।