নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার অভিযান চালিয়ে রাজধানী ঢাকার ডেমরায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ তলা ভবনসহ ৩১ শতক ‘ ক’ তালিকার গেজেটভুক্ত সরকারি জমি উদ্ধার করেছে।
এসময় বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা ২ মে ২০১২ তারিখ প্রকাশিত ‘ক’ তালিকা গেজেটের পৃষ্ঠা নং- ৩৫১৮৫, ক্রমিক নম্বর – ৮২ ভুক্ত ডেমরা থানার ভিপি ৯৬৪/ ১৯৬৭ কেসভুক্ত পাড়া ডগার মৌজার এস এ দাগ নং-১২৮৩ ভুক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত ১০তলা ভবনসহ ৩১ শতক জমি উদ্ধার করেন।
এসময় জেলা প্রশাসন, ঢাকা এ-র পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি), রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক, ঢাকা বলেন, ‘ জেলা প্রশাসন ঢাকার চলমান ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়, সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।’