নিজস্ব প্রতিবেদক : গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নি দূর্ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজ সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউট এ যান ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এসময় তিনি আহত ব্যক্তিদের কথা শোনেন, তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন, একই সাথে আহত ৯ জনের মাঝে ১৫ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করেন।