এম এ মান্নান, লালমনিরহাট : নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষের ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর-৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমান।
এ আসনের এমপি হিসাবে শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার ফিরে আসেন নিজ নির্বাচনী এলাকায়। শুক্রবার সকাল থেকে এমপি’র নিজ বাসা ও দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীলীগ দলীয় নির্বাচিত এই সংসদ সদস্যকে।
শনিবার দিনব্যপী মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী, পঞ্চগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতা-কর্মী সমর্থক, ও সাধারন মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় প্রিয় নেতাকে এমপি হিসাবে কাছে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হন অনেকে। হাতে ফুলের তোরা ও গলায় মালা পড়িয়ে ভালবাসায় সিক্ত করেন হাজার হাজার মানুষ।
এমপি মতিয়ার বলেন, যেখানেই যাচ্ছি মানুষের ভালবাসা দেখে আমি অভিভূত হচ্ছি। এ আসনের মানুষ তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। বিজয়ী করে ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করায় আমি গর্বিত। আমার ব্যক্তিগত, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
তিনি আরোও বলেন, এ এলাকার মানুষের কাছে আমি ঋনি ও চিরকৃতজ্ঞ। নির্বাচনী প্রতিশ্রুতিগুলি যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করার লক্ষে আমি কাজ করে যাবো। এ ব্যাপারে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন তিনি।