বাঙলা প্রতিদিন ডেস্ক : ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা জেলায় পুলিশের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত মো. সোহরাব তালুকদার।
২০২৩ সালের নভেম্বরে ঢাকা জেলার অন্তর্গত ৭টি থানার মধ্যে সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
গত ২৫ জানুয়ারী সকালে ঢাকা পুলিশ লাইন্সে মিলব্যারাক কনফারেন্স হল রুমে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সোহরাব তালুকদারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মোবাশশিরা হাবিব খানসহ অনেকেই।