বি এ রায়হান, টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠানরত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার শেষ হবে।
সাধারণত মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হয়। এই মোনাজাতকে ‘আখেরি মোনাজাত’ বলা হয়। আখেরি মোনাজাত ফজরের নামাজের পর থেকে দুপুরের আগে যেকোনো সময় অনুষ্ঠিত হয়। অতীতে বিভিন্ন সময় মোনাজাত শুরু হতে হতে ১০টা বা ১১টাও বেজে যেত। সাম্প্রতিক সময়ে এটি ৯টা-১০টার মধ্যে অনুষ্ঠিত হয়।
এবারের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম। আজ শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ কমিশনার মাহবুব বলেন, আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এই সময়ের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজিয়েছি। ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না, তারা ডাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। এই পথে কেবল মুসল্লিদের গাড়ি আসতে পারবে।
মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না। ঢাকার ভেতরে কুড়িল বিশ্বরোড থেকে ডাইভার্ট করে দেবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।
আখেরি মোনাজত শেষ হওয়ার পর এক্সপ্রেসওয়ে ও ফাইওভার আগে চালু করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় মুসল্লিরা দ্রুত ইজতেমা প্রাঙ্গণ ত্যাগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
৪৯ দেশ থেকে ইজতেমায় এসেছেন ২৩০৪ জন :
শুক্রবার শুরু হয়েছে আলমি শুরার (মাওলানা যোবায়েরপন্থী) বিশ্ব ইজতেমা। আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে ইজতেমায় আগত মুসল্লিরা ইবাদতে মশগুল রয়েছেন। শনিবার ফজর নামাজের পর থেকে বয়ান করেছেন মুম্বাইয়ে মাওলানা আব্দুর রহমান হাফিঃ।
জোহরের পর মাওলানা ইসমাইল হাফিঃ (গোধরা), বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফি ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল ৭টা পর্যন্ত ৪৯টি দেশের বিদেশি মুসল্লি এসেছেন ২ হাজার তিনশত চারজন। এর মধ্যে উর্দু খিমায় আগত বিদেশি মুসল্লি ৭শত ৫০ জন। ইংলিশ খিমায় ৭শত ৭৬ জন। আরব খিমায় ২ শত ৪২ জন। বাংলা খিমায় ৫ শত ৩৬ জন।
রোববার ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করবেন মাওলানা জিয়াউল হক। হেদায়েতের বয়ান শেষে মোনাজাত শুরু হবে বলে জানান ইজতেমা আযোজক কমিটি।
হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর হেদায়েতি বয়ান শেষে মোনাজাত শুরু হবে। ১১ থেকে ১২টার মধ্যে মোনাজাত শুরু হবে। মোনাজাত কে করাবেন তা আজ রাতে নির্ধারণ হবে।
বন্ধ থাকবে যেসব রাস্তা :
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার ইব্রাহিম।
ইব্রাহিম বলেন, “ইজতেমার আখেরি মোনাজাত উপলে জিএমপির ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। যেহেতু দূরদূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।”
ইব্রাহিম আরও বলেন, “আখেরি মোনাজাতে দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ কারণে তাদের সুবিধার জন্য শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।”
ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ১০ জনের মৃত্যু :
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় এখন পর্যন্ত ১০ মুসল্লির মৃত্যু হলো। বার্ধক্যজনিতসহ বিভিন্ন কারণে তারা মারা যান। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার মারা গেছেন ৪ জন। এছাড়া ইজতেমায় আসার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া মুসল্লিরা হলেন- শেরপুরের সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫) ও নেত্রকোনার সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।
এর আগে বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া চার মুসল্লি হলেন- নেত্রকোনার সদর থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুরের তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।
এছাড়া ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।