বাঙলা প্রতিদিন ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়া থানায় কর্মরত অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছে। পরে তার ভালো কাজের পুরস্কার স্বরুপ শ্রেষ্ঠ ওসি সফিকুল ইসলাম মোল্যাকে ক্রেস্ট প্রদান করেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জানুয়ারি-২০২৪ মাসের অপরাধ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি-২০২৪ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
এরআগেও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুরি বোর্ড গঠনের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি সফিকুল ইসলাম মোল্লা।
উল্লেখ্য, ওসি সফিকুল ইসলাম মোল্লার আধুনিক তথ্যপ্রযুক্তিগত বিদ্যা এবং দূরর্দশী নেতৃত্বকে কাজে লাগিয়ে সাটুরিয়া থানার অপরাধের লাগাম শক্ত হাতে টেনে ধরেছেন।
ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ভালো পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হাতে পাওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের, যেটা আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উৎসাহ জোগাবে।