নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে বাংলাদেশকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
আজ শনিবার (২৮ নভেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে করোনা মহামারির সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চীন ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে। সে লক্ষ্যে চীনের ইউনান প্রদেশ থেকে শিগগিরই উচ্চ প্রবাহের ছয়টি হিউমিডিফায়ার ঢাকায় পাঠানো হবে। বাংলাদেশকে বিপুল পরিমাণ সার্জিক্যাল মাস্ক দেবে চীন।’
করোনা মহামারি শুরুর পর থেকেই চীন বাংলাদেশকে সুরক্ষা সামগ্রী উপহার দিচ্ছে। কয়েক দফায় সার্জিক্যাল মাস্ক, টেস্ট কিট, পিপিই, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি উপহার দিয়েছে চীন।