বাঙলা প্রতিদিন প্রতিবেদক
রাজধানীর সচিবালয়ের পূর্ব পাশের জিরো পয়েন্টে ট্রাক ও বাসের সংঘর্ষে আয়েশা (২০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার (২১ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী আজমেরী গ্লোরি বাসের যাত্রী ছিলেন।
সকালের দিকে বায়তুল মোকারমের দক্ষিণ পাশের রাস্তা থেকে আসা সিমেন্টবাহী কার্গো ট্রাক ও সদরঘাট থেকে আসা আজমেরী গ্লোরি বাসের সঙ্গে সংঘর্ষে ওই নারীসহ দুই যাত্রী গুরুতর আহত হন। পরে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরও জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিহত ওই নারীর বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে। বর্তমানে গাজীপুরের চেরাগ আলী ফকির মার্কেট এলাকায় স্বামী মো. খাইরুল হোসেনের সঙ্গে ভাড়া বাসা থাকতেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানা চাকরি করতেন।