পটুয়াখালী প্রতিনিধি : শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে রোববার সন্ধ্যার পর থেকে পটুয়াখালীর গলাচিপা উপকূলে আঘাত হানতে শুরু করে। এ সময় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল।
এর প্রভাবে তছনছ হয়ে গেছে বহু ঘরবাড়ি ও দোকানপাট। ভেঙে পড়েছে গাছপালা। এ ছাড়া বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলার পানপট্টি, ডাকুয়া,আমখোলা, চরকাজল, চরবিশ্বাস ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙ্গে নদীর উপচে পড়া পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এলাকার বাঁধের বাইরের লক্ষাধিক বাড়িঘর অধিক জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে। নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৭ ফুট বেশি হয়েছে।
ঘূর্ণিঝড়টি কতটা তাণ্ডব চালিয়েছে রাতে তেমনটা বোঝা না গেলেও ২৭ মে সোমবার সকাল হওয়ার পর আস্তে আস্তে ঝড়টির তাণ্ডবলীলা স্পষ্ট হচ্ছে। উপকূলের বিভিন্ন এলাকা থেকে যেসব খবর আসছে তাতে উপকূলজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল।
ক্রমশ আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় ঘূর্ণিঝড় ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১৮টি সাইক্লোন শেল্টার, ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় রোমাল মোকাবেলায় উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে পুলিশ, সিপিপি ভলান্টিয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম, রেড ক্রিসেন্ট কর্মী,স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন এনজিও কর্মীগণ