জাহিদুল ইসলাম: ঝিনাইদহের মহেশপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী শ্বাশতী শীলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখানে উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী আনিসুর রহমান। অনন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী, সমাজ সেবা অফিসার জুলফিক্কার আলী, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার অহিদুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান,ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষার্থী ও ইউডিসি উদ্যোক্তা গণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।