পরিকল্পনা উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশে তাদের অংশীদারিত্বে চলমান প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখতে আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎকালে এ আশ্বাস প্রদান করেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। এই অন্তবর্তীকালীন সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের নিকট বুঝিয়ে দিতে পারবো বলে আশা করি।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। তিনি কারিগরি শিক্ষা ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা ক্ষেত্রে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি প্রদান অব্যাহত রাখারও প্রতিশ্রুতি প্রদান করেন।
পরিকল্পনা উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ :
পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে যেমন সফলতা পেয়েছি তেমনি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনেও সফল হতে চাই। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত করতে চাই। এজন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) কে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।
আজ শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহবান জানান।
ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আমরা দারিদ্র্য বিমোচন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, নির্বাচন, পোশাক শিল্প ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। সামনের দিনগুলোতে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।