বাঙলা প্রতিদিন প্রতিবেদক : দেশের বন্যাকবলিত এলাকার দু্র্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে।
আজ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ কথা জানান।
সিনিয়র সচিব আরও জানান, দেশের মানুষের কল্যাণে যে কোন মানবিক সহায়তা প্রদানে জনপ্রশাসন মন্ত্রণালয় সদা অংগীকারাবদ্ধ।
সিনিয়র সচিব জনপ্রশাসনের সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহবান জানান।







































































