মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহে মহেশপুরে ১৬২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেন মহেশপুর থানার পুলিশ।
মহেশপুর থানা সুত্রে জানাগেছে বৃহস্পতিবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর মেইন বাস ষ্ট্রান্ডে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা মেট্রো ট ১৪-৮০৩৫ নং তুষ বোঝায় ট্রাক তল্লাসি করে ১হাজার ৬শ ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জ থানার আরাকোল গ্রামের সফর উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন(৩০) কে আটক করা হয়। এব্যাপারে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।