নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে বাগান থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর আলম (৩০) চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডেও পূর্ব ছয়ানী গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত দশটার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ধর্মপুরের গনি বাড়ীর দরজায় রাস্তার পাশে বাগানে স্থানীয়রা নুর আলমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। চাটখিল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Aa