বাঙলা প্রতিদিন ডেস্ক :
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)
ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল সেক্টরে শিশুশ্রম নিরসনে সরকার
বদ্ধপরিকর।
আজ রাজধানীর শ্রম ভবনে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ এর ১২তম সভায়
উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতে
দেখা যায়। আমাদের দেশে গ্রামগঞ্জে ও ইটভাটা-সহ বিভিন্ন খাতে শিশুশ্রম
পরিলক্ষিত হয়, যা অনাকাঙ্ক্ষিত। এ অবস্থার পরিবর্তনে জন্য তিনি সকল পক্ষকে
এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুশ্রম কেবল বাংলাদেশের সমস্যা নয়,
এটি পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল
সংস্থা ও সংগঠনকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান
জানান তিনি।
সভায় শিশুশ্রম নিরসনে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে গঠিত কমিটির
কার্যক্রম সংক্রান্ত আলোচনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিশুশ্রম
নিরসনে গৃহীত পদক্ষেপ এবং শিশুশ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা
হয়। শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি বলে সভায় বক্তারা তাদের মতামত
দেন।







































































