মহেশপুর(ঝিনাইদহ): সোমবার সকালে মহেশপুরের জিন্নানগর প্রিতি গার্মেন্টস হলরুমে জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় মানবপাচার, মাদক, নারী-শিশু নির্যাতন ও বাল্য বিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম, জাস্টিস এন্ড কেয়ারের প্রতিনিধি অপূর্ব শাহা, মুহিত হোসেন, জাস্টিস এন্ড কেয়ারের ঝিনাইদহ জেলা সমš^য়কারী সাংবাদিক আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রিতি গার্মেন্টসের ম্যানেজার কবির হোসেন,পলিয়ানপুর বিওপির কোম্পানী কমান্ডার নওশের আলী, নায়েক লিটন তালুকদার, নায়েক আশরাফুল ইসলাম, সৈনিক ইয়ামিন প্রমুখ। বক্তারা যে কোন মূল্যে সীমান্তে অবৈধ পারাপার, মাদক ও চোরাচালান কঠোর হস্তে প্রতিরোধ করার অভিমত ব্যক্ত করেন।