নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন। আর বাকি ৫১১ জন বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানকালে একটি একনলা বন্দুক, একটি পুরোনো রিভলবার, ধারালো অস্ত্র, ককটেল, গান পাউডার ও অন্যান্য অপরাধে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।